ঢাকা: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান নরেন্দ্র মোদীর ‘ক্যারিসমেটিক’ নেতৃত্ব ও জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চরম ‘বোকামি’ই বিজেপিকে বিজয়ীকে করেছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।
শুক্রবার ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর তিনি তার বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
চৌহান বলেন, মোদীর নেতৃত্বসুলভ গুণ এবং ইউপিএ’র অসংখ্য ভুল বিজেপির ৩০ বছরের ইতিহাসে নিরঙ্কুশ বিজয়ের দিকে ঠেলে দিয়েছে।
তিনি কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে উদ্ধৃত করে বলেন, রাহুল অত্যন্ত ছেলেমানুষি আচরণ করেছেন। তার এই আচরণের কারণে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তার কারণেই সুপ্রিম কোর্টের আদেশে এমপি ও এমএলএরা নির্বাচনে অযোগ্য ও অভিযুক্ত হয়েছেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে যদি রাহুলের কাছে কোনো ইস্যু থাকতো, তাহলে তিনি ছেলেমানুষি না করে তা প্রধানমন্ত্রীর কাছে বলতে পারতেন।
তিনি আরো বলেন, কংগ্রেসের শাসনামলে লাগামহীন দুর্নীতি, মুদ্রাস্ফীতিসহ রাহুলের সিদ্ধান্ত গ্রহণে অযোগ্যতার কারণে জাতীয় কংগ্রেস নির্বাচনে চরমভাবে হারলো।
শিবরাজ সিং চৌহানের কাছে সাংবাদিকরা জানতে চান, তাই যদি হবে, তবে মধ্যপ্রদেশের দুটি আসনে বিজেপি প্রার্থীরা হারতো না।
এর উত্তরে চৌহান বলেন, এর কারণ হিসেবে বিবেচনা করতে হবে যে, এখানে কংগ্রেসের এমপিরা কিছুটা হলেও কাজ করেছে।
এক প্রশ্নের জবাবে মধ্যপ্রদেশের এই মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস নেতৃত্ব অযোধ্যায় রাম মন্দির তৈরি ও আর্টিকেল ৩৭০-এর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারতো।
এই বিজেপি নেতা বলেন, যে রাজ্যগুলোতে কংগ্রেস ক্ষমতায় নেই, সেখানে কংগ্রেস বিমাতাসুলভ আচরণ করেছে। এটা ফেডারেল সরকার কাঠামোর সঙ্গে খাপ খায় না।
তিনি সাংবাদিকদের জানান, মোদীর সরকার রাজ্যে রাজ্যে বৈষম্যের অবসান ঘটাতে সক্ষম হবে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ১৬, ২০১৪