কলকাতা: গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় ছাড়ার আগে নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ২১ রাখ রুপি রাজ্যের সরকারি কার্যালয়ের গাড়িচালক এবং বার্তা বাহকদের (পিয়ন) কন্যাদের শিক্ষার জন্য দান করে গেলেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দান প্রদানকালে মোদী জানান, এই সামান্য টাকা তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে দান করছেন।
ভারতের হবু প্রধানমন্ত্রী মোদী জানান, মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি কন্যা সন্তানদের শিক্ষার বিষয়টিতে খুবই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি আশা করেন, আগামী দিনে এই কাজ আরও বিস্তৃতভাবে এগিয়ে যাবে।
এ ব্যাপারে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী লেখেন, আমি আশা করি এই তহবিল আগামী দিনে আরও অনেক বড় হবে এবং আমাদের কন্যারা আগামী দিনে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।
১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে বিপুল বিজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদী আগামী ২৬ মে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৪, ২০১৪