কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের সহযোগিতায় বেসরকারি উদ্যোগে দিন রাত ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবার উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র।
শনিবার তিনি এই ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবার উদ্ভোধন করেন।
এ সেবার মাধ্যমে কলকাতাবাসীকে এখন আর নিজের গাড়িটি মেরামতে কোথাও যেতে হবে না। শুধুমাত্র একটি ফোন দিলেই ভ্রাম্যমাণ মেরামত দল বাসায় এসে গাড়ি ঠিক করে যাবে।
জানা গেছে, এ জন্য পুরো পশ্চিমবঙ্গে কাজ করবে এই রকম ৩২টি ভ্রাম্যমাণ ভ্যান। রাস্তায় কোনো গাড়ি সংক্রান্ত সমস্যা হলেই শুধু একটি ফোন করেই সমস্যার সমাধানে হাজির হবে এই তারা।
এ সেবার উদ্ভোদন করে মদন মিত্র বলেন, এই সেবার রাজ্যের মানুষের খুবই কাজে আসবে বলে আমি আশা প্রকাশ করি।
তিনি আরও বলেন, এখনও ভারতের অন্য কোনো রাজ্যে এই সেবা চালুই হয়নি। এই ধরনের সেবা ভারতে এই রাজ্যেই প্রথম।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৪