কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পথ চলা শুরু করলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন-কর্ম ও সৃষ্টিশীলতা নিয়ে কাজ করার জন্য তৈরি হওয়া সংগঠন নজরুল তীর্থ।
এর উদ্বোধন করেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম।
এ সময় তিনি বলন, নজরুল তীর্থ এর সঙ্গে আগামী দিনে যদি বাংলাদেশের ‘নজরুল একাডেমি’ হাতে হাত মিলিয়ে কাজ করে তবে সেই কাজ সত্যিই অন্য মাত্রা পাবে।
সোমবার নজরুল তীর্থ এর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কবি নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ও তার পরিবার, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, শিল্পী শুভাপ্রশন্ন, যোগেন চৌধুরী, কবি জয় গোস্বামীসহ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলাদেশ কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। নজরুল তীর্থ আগামী দিনে ইন্দো-বাংলা সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা দেবে।
তিনি আরও জানান, আগামী দিনে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানে থাকবে কবির বিভিন্ন পাণ্ডুলিপি, তার ব্যবহার করা বিভিন্ন জিনিস, কবির সম্পর্কে গবেষণা করার জন্য প্রয়োজনীয় সব কিছুই।
কল্যাণী কাজী বলেন, বিভিন্নভাবে পশ্চিমবাংলায় কবি নজরুলকে নিয়ে কাজ হলেও সংঘটিতভাবে এই ধরনের প্রচেষ্টা এই প্রথম।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ২৭ মে , ২০১৪