ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের ‘শহীদ দিবস’ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
তৃণমূলের ‘শহীদ দিবস’ পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রতি বছরের মতো এ বছরও কলকাতায় তৃণমূল কংগ্রেস পালন করেছে ‘শহিদ দিবস’।   এই দিনটি উপলক্ষে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়।



আর এ সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোনো সাম্প্রদায়িক দলের স্থান পশ্চিমবঙ্গে নেই।

তৃণমূল কংগ্রেস নেত্রী দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও গভীর করতে নির্দেশ দেন।

এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী জানুয়ারি মাসে কলকাতার ব্রিগেডে একটি সমাবেশ করা হবে।

এই জনসভায় তৃণমূলের নেতা-নেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেতা দেবসহ আরও অনেকে।

এই জনসভা উপলক্ষে ধর্মতলায় বিপুল জনসমাগম হয়।

বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল আসার ফলে কলকাতায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।