কলকাতা: আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। কলকাতায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই ঘোষণা দেন।
চৌরঙ্গীতে প্রার্থী হচ্ছেন ফৈয়াজ আহমেদ খান এবং বসিরহাট দক্ষিণে মৃণাল চক্রবর্তী। রাজ্য বামফ্রন্টের বৈঠকে এ নিয়ে আলোচনার পর নাম চূড়ান্ত করা হয়।
এই উপনির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১৬ সেপ্টেম্বর।
চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী হয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক রাজ্য নির্বাচন কমিশনার মিরা পাণ্ডেকে নির্বাচনে লড়ার জন্য প্রস্তাব জানিয়েছে রাজ্য বিজেপি।
বিজেপি সূত্র জানায়, রাজ্য বিজেপি চায় রাজনীতির বাইরে একজন সৎ এবং দক্ষ প্রশাসক চৌরঙ্গী থেকে প্রার্থী হোক।
যদিও মীরা পাণ্ডে এখনও বিজেপি-এর প্রস্তাবে রাজী হননি।
মীরা পাণ্ডের সঙ্গে বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে।
রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সেই সংঘাত আদালত পর্যন্ত গড়ায়।
কংগ্রেসের তরফে চৌরঙ্গী এবং বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ২২ আগস্ট , ২০১৪