ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে মহালয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে মহালয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে ব্যাপক উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহালয়া। হিন্দুধর্ম মতে আজ থেকে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু।



মঙ্গলবার সকাল থেকে এ মহালয়া পালিত হচ্ছে। এদিন ভোরে পশ্চীম্বঙ্গবাসীর ঘুম ভেঙেছে কলকাতার বেতার কেন্দ্র আকাশবানী কলকাতা রেডিও স্টেশনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে।

মহালয়ার দিন থেকেই সূচনা হয়ে গেল শারদ উৎসব। বোধনের ঢাকে কাঠি পড়তে বাকি মাত্র সাত দিন। মহালয়ার দিন প্রথা মেনে গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকেই প্রয়াত পিতৃ পুরুষদের তর্পণের উদ্দেশ্যে ভিড় করেছেন বহুমানুষ। গঙ্গার প্রতিটি ঘাটে চলেছে তর্পণের পূজা অর্চনা। গঙ্গার প্রতিটি ঘাট জুড়ে থাকছে কড়া নিরাপত্তা।

এইদিনেই প্রতিমার চক্ষুদান করেন প্রতিমা শিল্পীরা। আজ থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কুমোরটুলি থেকে রওনা দেবে প্রতিমা।

শেষ মুহূর্তে তুঙ্গে উৎসবের কেনাকাটা। চূড়ান্ত ব্যস্ততা দেখা গেছে প্রতিটি মণ্ডপে। বেশ কিছুমণ্ডপে  আজকেই উৎসবের উদ্বোধন হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।