কলকাতা: কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সবকটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার বিকল হয়ে গেছে।
এর ফলে শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিমান চালকদের সঙ্গে বিমানবন্দরের স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে বিমানের উপর নজরদারি ব্যহত হয়। বেশ কিছুটা ঝুঁকির সৃষ্টি হয়েছে বিমান চলাচলে।
ম্যানুয়াল পদ্ধতিতে বিমান ওঠানামা করানো হচ্ছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার রাত থেকেই একে একে রাডারগুলি খারাপ হতে থাকে।
এর ফলে কলকাতার আকাশে বিমান চলাচল বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ছে। মধ্য-আকাশে থাকা কোনো বিমানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
সমস্যায় পড়েছে কলকাতার উপর দিয়ে অন্যান্য জায়গায় উড়ে চলা বিমানগুলিও।
সূত্রের খবর, সমস্যা সমাধানে ভারতের বিমান বাহিনীকে সাহায্য করার জন্য ডাকা হতে পারে। চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৪