ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান বিস্ফোরণে কলকাতার হাসপাতালে নজর গোয়েন্দাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
বর্ধমান বিস্ফোরণে কলকাতার হাসপাতালে নজর গোয়েন্দাদের

কলকাতা: বর্ধমান বিস্ফোরণ ঘটনায় কলকাতা যোগ হওয়ার ধারণা আগেই করেছিলেন গোয়েন্দারা। এবার তাদের নজরে কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, জানিয়েছে সূত্র।



চিকিত্সার অজুহাতে জঙ্গিরা কলকাতাকে ব্যবহার করছে কি-না তাই খতিয়ে দেখতে চাইছেন এনআইএ’র গোয়েন্দারা।

ভারতের বিভিন্ন রাজ্যসহ প্রতিবেশী দেশগুলো থেকে মানুষ চিকিৎসা করাতে আসেন কলকাতায়। সে কারণে বেশ কিছু হোটেল, গেস্ট হাউজও নজরে আছে গোয়েন্দাদের।

তবে শুধু রোগীরা নন, রোগীর স্বজনরা কলকাতার যেখানে থেকেছেন, সে সব আস্তানা নিয়েও বিশদ খোঁজখবর নিতে চলেছেন গোয়েন্দারা।

কলকাতায় গত বেশ কয়েক বছরে ‘বেআইনিভাবে’ গড়ে উঠেছে অনেক গেস্ট হাউজ। গোয়েন্দাদের নজর সেগুলোর দিকেও।

সূত্রের খবর, সম্প্রতি এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ধরা পড়েছে। জেরায় জানিয়েছে, তারা পরিবারের সদস্যদের চিকিত্সার জন্য কলকাতায় এসেছিল। এমনকি চিকিত্সার কাগজপত্রও দেখাতে সক্ষম হয়েছে তারা।

প্রাথমিকভাবে কয়েকটি বেসরকারি হাসপাতাল বাছাই করা হয়েছে। সেখানে সম্প্রতি চিকিত্সা করিয়েছেন এবং এখনও চিকিত্সাধীন সব রোগীর বিষয়ে বিশদ তথ্য চেয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।