কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২২ শিশুর মৃত্যু হলো।
এদিকে, শিশু মৃত্যুর খবরে পুরো জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসার কোনো গাফিলতি নেই বলে দাবি কর্তৃপক্ষের।
হাসপাতালটির শিশু বিভাগে এখনও তিনশ শিশু ভর্তি রয়েছে। মৃত শিশুদের বয়স ১ দিন থেকে ৭ বছর বলে জানা গেছে।
এ ঘটনায় চিকিৎসা সেবা নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
শিশু মৃত্যুর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা রোগী কল্যাণ সমিতির সদস্য সরলা মুর্মু।
তিনি বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা এবং সুষ্ঠু চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এম এ রশিদ জানান, এখন পর্যন্ত যে ক’জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই জন্মের পর বাইরে থেকে এনে এ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরো বলেন, মালদা ছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা থেকেও অনেক শিশুকে ভর্তি করা হয়েছে। শিশুদের চিকিৎসায় কোনো গাফিলতি নেই। চিকিৎসকরা নিয়মিত সেবা দিচ্ছেন। পুরো বিষয়টির ওপর কর্তৃপক্ষের নজর রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪