ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শীতের বাধা নিম্নচাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
কলকাতায় শীতের বাধা নিম্নচাপ

কলকাতা: কলকাতায় শীতের আমেজ আটকে দিয়েছে নিম্নচাপ। আন্দামান সাগরের কাছে নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে রাজ্য ‍আবহাওয়া অধিদপ্তর।

আর এ নিম্নচাপের ফলেই আপাতত শীতের হিমেল স্পর্শ পাবে না কলকাতাবাসী।

আন্দামান সাগরের নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এ ঝড়ের নাম নাম হবে ‘অসোবা’। এই নাম দিয়েছে শ্রীলঙ্কা।

তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এমনটা এখনই নিশ্চিত বলতে পারছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় তৈরি হলে গোটা ভারতের শীত পরিস্থিতি ফের ব্যাহত হবে। গত বছরও ঘূর্ণিঝড় হেলেনের জন্য বাধা পেয়েছিল শীত।

আবহাওয়াবিদের মতে, বর্ষা মৌসুমের শেষ আর শীতের শুরুর আগের সময় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকে খুব বেশি। এরই সঙ্গে নতুন করে হানা দিতে চলেছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। এর ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে শীতল হাওয়া।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা,  নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।