ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাসে এবার ওয়াই-ফাই সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
কলকাতার বাসে এবার ওয়াই-ফাই সুবিধা

কলকাতা: কলকাতায় উদ্বোধন হল ‘স্মার্টবাস’। এ বাসে থাকছে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা।

এর ফলে ইন্টারনেট ব্যবহারের মাধ্যে বাসে বসেই কলকাতার মানুষজন পুরো বিশ্ব ঘুরতে পারবেন।

এ বাসের ইন্টারনেট ব্যবহার করলে যাত্রীকে অতিরিক্ত কোনো খরচ বহন করতে হবে না। নির্দিষ্ট দূরুত্বের ভাড়া দিয়ে যাত্রীরা তাদের ফোন বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রথমিকভাবে কলকাতার দু’টি রুটে এ ‘স্মার্টবাস’ চালু করা হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে সব সরকারি বাসে এ পরিসেবা চালু হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র।

এর আগে ভারতের কিছু ট্রেনে ওয়াই-ফাই সেবা চালু হয়।

মদন মিত্র জানান, কলকাতার পাশেই হিডকো-নিউটাউন অঞ্চলে ফ্রি-ওয়াই ফাই করিডরের পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।