কলকাতা: কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী রোববার এই সম্প্রসারণ হতে পারে।
নির্বাচনে জয়লাভের পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ।
মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে পশ্চিমবঙ্গের দুই সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি উঠছে রাজ্য বিজেপির অন্দরমহলে।
সরকার গঠনের পর মোদী যে মন্ত্রিসভা করেছিলেন, তাতে পশ্চিমবঙ্গ থেকে জয়লাভ করা বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া স্থান না পাওয়ায় পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা কিছুটা হতাশ হন।
বিজেপির জেলা ও রাজ্যস্তরের অনেক নেতাই মনে করছেন, বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে।
সূত্রের খবর, রাজ্য বিজেপি’র তরফে রাজ্যের অন্তত একজন সংসদ সদস্যকে মন্ত্রী করার সুপারিশ করা হয়েছে। তবে তারা এই সিদ্ধান্তের পুরোটাই ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪