ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী রোববার এই সম্প্রসারণ হতে পারে।



নির্বাচনে জয়লাভের পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ।

মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে পশ্চিমবঙ্গের দুই সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি উঠছে রাজ্য বিজেপির অন্দরমহলে।

সরকার গঠনের পর মোদী যে মন্ত্রিসভা করেছিলেন, তাতে পশ্চিমবঙ্গ থেকে জয়লাভ করা বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া স্থান না পাওয়ায় পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা কিছুটা হতাশ হন।

বিজেপির জেলা ও রাজ্যস্তরের অনেক নেতাই মনে করছেন, বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে।

সূত্রের খবর, রাজ্য বিজেপি’র তরফে রাজ্যের অন্তত একজন সংসদ সদস্যকে মন্ত্রী করার সুপারিশ করা হয়েছে। তবে তারা এই সিদ্ধান্তের পুরোটাই ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।