কলকাতা: পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা চিট ফান্ড প্রতারণা মামলায় আগামী সপ্তাহের দিকে দ্বিতীয় অভিযোগপত্রটি জমা দেবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
ইতোমধ্যে, প্রথম পর্যায়ের অভিযোগপত্রটি জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
তদন্তে নেমে সিবিআই গ্রেফতার করে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ডিজি রজত মজুমদার, ব্যবসায়ী সন্ধির আগরওয়াল ও আসামের গায়ক সদানন্দ গগৈকে। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল সারদার কর্মকর্তা সুদীপ্ত সেন ও তার ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায় এবং তৃণমূলের সাময়িক বরখাস্ত হওয়া সাংসদ কুণাল ঘোষকে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, সিবিআই –এর দ্বিতীয় অভিযোগপত্রে কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে কিনা!
সূত্রের খবর অনুযায়ী, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী সপ্তাহখানেকের মধ্যেই।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪