ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদাকাণ্ডে আত্মহত্যার হুমকি বহিষ্কৃত এমপি কুণালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
সারদাকাণ্ডে আত্মহত্যার হুমকি বহিষ্কৃত এমপি কুণালের

কলকাতা: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডে সিবিআই তদন্ত প্রভাবিত হচ্ছে বলে আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে আত্মহননের হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সংসদ সদস্য কুণাল ঘোষ।

সোমবার (১০ নভেম্বর) রাতে সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া কুণাল ঘোষ বিচারককে জানিয়েছেন, যদি আগামী বুধবারের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হয় তবে তিনি জেলের মধ্যে নিজেই নিজেকে হত্যা করবেন।



কুণাল ঘোষ আদালতে জানান, যারা আসল দোষী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আর প্রতিটি পদক্ষেপে প্রভাবিত হচ্ছে সিবিআই তদন্ত।

কুণাল ঘোষের এ দাবিতে যথেষ্ট চিন্তা প্রকাশ করেন আদালত। বিচারক নির্দেশ দিয়েছেন জেলের মধ্যে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেটা নজর রাখতে।

কুণাল ঘোষ সারদা মিডিয়ার সিইও ছিলেন। আদালতে হাজির হয়ে সিবিআই’র অভিযোগপত্রকে অসম্পূর্ণ দাবি করেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও গ্রেফতার অপর অভিযুক্ত দেবযানী মুখার্জির আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা,  নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।