ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জামায়াত-তৃণমূলের সরাসরি যোগাযোগ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
জামায়াত-তৃণমূলের সরাসরি যোগাযোগ!

কলকাতা: যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিংহ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সর্বভারতীয় বিজেপি নেতা এ চাঞ্চল্যকর মন্তব্য করেন।



সিদ্ধার্থ নাথ সিংহ বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সীমান্ত এলাকার ৭৫টি আসন দখলের জন্য জামায়াতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়েছিল।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গ  সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করারও দাবি জানিয়েছেন এ বিজেপি নেতা।

২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৩৪ বছরের বামফ্রন্টের শাসনের অবসান ঘটিয়ে বিপুল ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করে।

সোমবার (১০ নভেম্বর) রাতে বিধাননগরে এন আই এ দপ্তরের পাশে ঘটা বিস্ফোরণ নিয়েও মুখ খুলেছেন তিনি।

তিনি বলেন, এ বিস্ফোরণ একটি সাংকেতিক ঘটনা মাত্র। আওয়াজ কম হলেও এর বার্তা স্পষ্ট।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা,  নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।