ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ড

সোমেন মিত্র ও অসীম দাসগুপ্তকে তলব সিবিআই’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
সোমেন মিত্র ও অসীম দাসগুপ্তকে তলব সিবিআই’র সোমেন মিত্র ও অসীম দাসগুপ্ত

কলকাতা: কংগ্রেস নেতা ও ভারতের লোকসভার সাবেক সংসদ সদস্য সোমেন মিত্র ও সিপিএম নেতা, পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অসীম দাসগুপ্তকে সারদা কাণ্ডে তলব করলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

মনে করা হচ্ছে সারদা কাণ্ডের জট খুলতে প্রভাবশালীদের জেরা করতে চলেছে সিবিআই।

এর আগেই তলব করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র ও তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ সদস্য সৃঞ্জয় বসুকে।

সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবব্রত সরকার কংগ্রেস নেতা সোমেন মিত্রের ঘনিষ্ঠ। তাকে এ বিষয়ে তথ্য জানতেই তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে ২০০৮ সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হতে পারে অসীম দাসগুপ্তকে।

একটি বেসরকারি চ্যানেলের হাট বদল নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রীর নাম জানিয়েছিলেন সুদীপ্ত সেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অসীম দাসগুপ্তকে চিঠি পাঠানো হবে বলে সিবিআই সূত্রে জানা যায়।

এই খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা সোমেন মিত্র জানান, তার সঙ্গে সারদা গোষ্ঠীর কোনো আর্থিক সম্পর্ক নেই। তিনি আরও জানিয়েছেন সিবিআই তরফে নোটিশ পেলে তিনি অবশ্যই তদন্তে সাহায্য করবেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।