ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ভারতের জাতীয় ক্রিকেটদলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বাংলার বিশিষ্ট বাদ্যযন্ত্রী বিক্রম ঘোষ।

রাজ্যজুড়ে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষেই এরা নির্বাচন কমিশনের পক্ষে কাজ করবেন।



রাজ্যের যুগ্ম-মুখ্য নির্বাচন কমিশনার দিব্যেন্দু সরকার রোববার বাংলানিউজকে বলেন, ‘ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিশন এক কোটি রুপি খরচ করবে। নির্বাচনকে সফল করতে এই প্রথম কমিশন ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ্ধতি শুরু করল। ’

তাদের প্রস্তাবিত ৫ জনের মধ্যে নির্বাচন কমিশন ৩ জনকে বেছে নিয়েছে বলে জানান তিনি। এদের অপর একজন হলেন ভারতের বিখ্যাত লনটেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার থেকেই সৌরভ ও বিক্রমকে নিয়ে ‘আপনার ভোট, আপনার অধিকার, আপনার ভবিষ্যৎ’ শিরোনামে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং শুরু হবে।

সৌরভকে নিয়ে শুটিং হবে কলকাতার ইডেন গার্ডেনে। এ বিজ্ঞাপন বেতার-টিভিতে সম্প্রচার করা হবে। দুই তারকার ছবিসহ বিল বোর্ডও লাগানো হবে বিভিন্ন সড়কের মোড়ে।

বাংলাদেশ সময়:১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।