ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে ভোটে দাঁড়িয়েছেন ৫ সাবেক উলফা নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

কলকাতা: এবারের আসাম বিধানসভা নির্বাচনে ৫ সাবেক উলফা নেতা প্রার্থী হয়েছেন। এদের মধ্যে দু‘জন গত বিধান সভায় নির্দলীয় প্রার্থী হিসেবে বিধায়ক হয়েছিলেন।



রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বোকাঘাট বিধানসভায় বিধায়ক জিতেন গগৈ ও থাওরা কেন্দ্রের বিধায়ক কুশল দুয়োরি এবার নিয়ে তিনবার বিধানসভায় লড়ছেন। দু’জনই সাবেক উলফা নেতা।

তবে এবারই প্রথম লড়ছেন বগঢ়মপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরেশ বোরা, বিহপুরিয়া কেন্দ্রে এনসিপ প্রার্থী প্রফুল্ল বোরা ও নাওবইচা কেন্দ্রে নির্দলীয় প্রার্থী জয়ন্ত খৌন্দ।

সুরেশ বোরা বাংলানিউজকে বলেন, এখন আর তার সঙ্গে উলফার কোনও যোগাযোগ নেই। ভোটে তিনি এখন জনগণের হয়ে কাজ করতে চান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।