ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্তে বিপুল ফেনসিডিল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সীমান্তে বিপুল ফেনসিডিল উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বসিরহাট থানার গোবড়া এবং ঘাচ্চা গ্রামে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিএসএফ এবং ভারতের কাস্টমস বিভাগের যৌথ অভিযানে এঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।



সংশ্লিষ্টরা জানান, রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় একটি বাড়ি থেকে ৩ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে ওই বাড়ির সাদিক সরদার পালিয়ে গেছেন।  

পাচার করার জন্যই এসব ফেনসিডিল জমা করা হয়েছিল বলে জানায় বিএসএফ।

এ ঘটনায় স্থানীয় বসিরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।