ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃনমূলের আপত্তিতে বিজ্ঞাপন বন্ধ

ইসির কাছে কারণ জানতে চাইলেন ক্ষুব্ধ সৌরভ

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, এপ্রিল ৪, ২০১১
ইসির কাছে কারণ জানতে চাইলেন ক্ষুব্ধ সৌরভ

কলকাতা: ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্রান্ড অ্যাম্বাসাডর করে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু তৃণমূলের আপত্তিতে এ বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা হয়েছে।



বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সৌরভ। সোমবার ইসির কাছে চিঠি দিয়ে তিনি এর কারণ জানতে চেয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে, তৃণমূলের অভিযোগ সৌরভ সিপিএম সমর্থক। তিনি সিপিএম’র হয়ে ভোটের প্রচারণায় নামতে পারেন। তাই তিনি নিরপেক্ষ নন। এ ব্যাপারে একটি ভিডিও সিডিও তারা ইসির কাছে জমা দেন কয়েক দিন আগে।

এরপরই এ সিদ্ধান্ত এল। জানা গেছে, পশ্চিমবঙ্গের ১৮ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই সংবাদমাধ্যমে বিজ্ঞাপনগুলো প্রচারের কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।