ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৬৩ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী হবে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
৬৩ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী হবে কলকাতায় ছবি: সংগৃহীত

কলকাতা: আগামী ১৪ থেকে ২০ জানুয়ারি কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ভারত এবং বাংলাদেশের ৬৩ জন খ্যাতনামা শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা করেছে প্রাচী-প্রতীচী।

এই প্রদর্শনীতে থাকবে কাইয়ুম চৌধুরী, ইন্দ্র দুগার, অলকেশ ঘোষ, অশোক মল্লিক, অনিল সেন, রফিকুন নবী, জামাল আহমেদ ,সমরজিৎ রায় চৌধুরী, ভবতোশ সুতার, গণেশ পাইন, সাহাবুদ্দিন আহমেদ, থোটা বৈকুন্ঠম, জামাল আহমেদ, প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী মনু পারেখ এর মত দুই দেশের বিখ্যাত চিত্রশিল্পীদের ছবি।



এই প্রদর্শনী নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে কলকাতার শিল্প রসিক মহলে।

কলকাতার শিল্পী এবং শিল্প রসিকরা মনে করছেন দুই দেশের শিল্পীদের ছবি এক সঙ্গে দেখার সুযোগ সাধারণ শিল্পপ্রেমী মানুষদের কাছে খুবই কম আসে। তাদের মতে এই উদ্যোগ দুই দেশের শিল্পীদের কাছাকাছি আনতে আরও সাহায্য করবে।

সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই ধরনের উদ্যোগে বিশেষ ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।