ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান কাণ্ডে ফেরার কওশরই জেএমবি নেতা মিজান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বর্ধমান কাণ্ডে ফেরার কওশরই জেএমবি নেতা মিজান

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত ফেরার কওশর নামটা জোরেসোরে উচ্চারিত হচ্ছে।

তবে গোয়েন্দারা জানিয়েছেন, এ ঘটনায় ফেরার কওশরই জেএমবি নেতা রোমারু মিজান।

গাঁ ঢাকা দিতেই কওশর নাম ধারণ করেছেন তিনি।

ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে ‍রেজাউল করিম এ তথ্য স্বীকার করেছেন বলে গোয়েন্দা সূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিজান ওরফে কওশর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ছবি দেখে রেজাউল করিম জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন।

এরই মধ্যে কওশরের সন্ধানে নানা জায়গায় অভিযান চালিয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর সদস্যরা।

খাগড়াগড় কাণ্ডের পর কওশরের ছবি এবং পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। কিন্তু এখনও পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তদন্তের স্বার্থে গ্রেফতার রেজাউল করিমকে কলকাতায় আনা হবে বলে সূত্র নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।