ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মমতা

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মমতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ৩৯তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রথা অনুযায়ী হাতুড়ি পিটিয়ে মেলার উদ্বোধন করেন তিনি।



উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার, অনিতা আনন্দ প্রমুখ।

বইমেলার উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বইমেলা গণতন্ত্র বিকাশের উৎসব। এরপর তাকে নিয়ে লেখা ছয়টি বই এর মোড়ক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা শিগগিরই ওয়াই-ফাই ফ্রি সিটিতে পরিণত হবে বলে বইমেলার মঞ্চ থেকে ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতা সিটি করপোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়সহ বিশিষ্টজনেরা।

কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে এ বইমেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।