ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বই মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭ বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কলকাতা বই মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭ বই

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই প্রকাশিত হলো কলকাতা বইমেলায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলকাতা বই মেলায় মুখ্যমন্ত্রীর লেখা ৭টি বই প্রকাশিত হয়।



এর মধ্যে ৫টি বই বাংলা ভাষায়, একটি উর্দু এবং আরেকটি ইংরেজি ভাষায় লেখা।

বাংলা ভাষায় লেখা বইগুলো হচ্ছে- কথাঞ্জলি, জীবন সংগ্রাম, বিকেলটা হারিয়ে গেছে, তুমি এবং কথা। উর্দু ভাষায় লেখা বইটির নাম ‘তমন্না’ এবং ইংরেজি ভাষায় লেখা বইটির নাম  ‘বেস্ট অফ মমতা’।

গত বছরের বইমেলাতেও মুখ্যমন্ত্রী লেখা বই প্রকাশ হয়েছিল। মঙ্গলবার প্রকাশিত হওয়া বই নিয়ে মুখ্যমন্ত্রীর মোট প্রকাশিত বই এর সংখ্যা ৫৩।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মমতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।