ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কেলেঙ্কারি

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা খারিজ

কলকাতাঃ আলোচিত সারদা কেলেঙ্কারির মামলা নিয়ে আবারও ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। এবার এর তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা খারিজ করে দিলেন ভারতের সর্বোচ্চ আদালত।



ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) তদন্তে বিজেপি প্রভাব বিস্তার করছে, অভিযোগ করে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধান চেয়ে মামলা করে রাজ্য সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেই মামলা আদালতে উঠলে তা খারিজ করে দেয় ভারতের সর্বোচ্চ আদালত।

এই একই দাবিতে মামলা করেছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মিত্র।

বিচারপতি অসুস্থ থাকায় পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা প্রাথমিকভাবে পিছিয়ে যায় ২৭ জানুয়ারি পর্যন্ত। কিন্তু কলেজিয়াম নিয়ে বিচারপতিরা ব্যস্ত থাকায় ২৭ তারিখও শুনানি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার কোর্টের শুনানিতে খারিজ হল রাজ্য সরকারের আবেদন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ৫ ফ্রেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।