ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৬ কোটি রুপি ‘কালো টাকা’ উদ্ধার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, এপ্রিল ১৪, ২০১১

কলকাতা: ভারতের নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে রাজ্যের আয়কর দপ্ততর বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৬ কোটি রুপির কালো টাকা।

পূর্বঞ্চলীয় আয়কর বিভাগে ডিজি (অনুসন্ধান) টি বি সি রোজারো জানান, ইসির নির্দেশে কলকাতাসহ রাজ্যে যে বিশেষ আয়কর অভিযান চালানো হচ্ছে তার ফলে ১২ এপ্রিল পর্যন্ত ৫ কোটি ৩২ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া এই সব টাকাই হিসাব বর্হিভূত।

তিনি আরও জানান, রাজ্যের বিধানসভা ভোটে এই টাকা ব্যবহৃত হতে পারে এই আশঙ্কায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো সবটাই কালো টাকা।

২৪ মার্চ পর্যন্ত বাজেয়াপ্ত এই টাকার পরিমাণ ছিল ৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার রুপি।

এবারে ভারতের ৫ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হচ্ছে তাতে এখন পর্যন্ত তামিলনাড়ুতে উদ্ধার হয়েছে সবচেয়ে বেশি পরিমাণ কালো টাকা। সব মিলিয়ে এর পরিমাণ ৪০ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।