কলকাতা: কবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ এবার দেখা যাবে সোনার গহনায়। কলকাতার বিখ্যাত গহনা প্রস্তুত কারক প্রতিষ্ঠান ‘শ্যাম সুন্দর জুয়েলার্স’ তাদের গহনার সম্ভারে যোগ করলো রুপাই আর সাজুর অমর প্রেমগাঁথা।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার কলকাতার বিড়লা সভাঘরে ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে গহনা সম্ভারের প্রথম প্রকাশ ঘটান।
তিনি জানান, আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই গহনায়।
গহনাগুলোর দাম ১৫ হাজার থেকে ৩০ হাজার রুপির মধ্যে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষে।
‘শ্যাম সুন্দর জুয়েলার্স’-এর যাত্রা শুরু হয়েছিলো বাংলাদেশের ঢাকা থেকেই। বিগত ৪০ বছর আগে তারা আগরতলায় তাদের প্রথম দোকান নির্মাণ করেন। তারপর কলকাতা ও সেখান থেকে গোটা ভারতের বিভিন্ন স্থানে।
কলকাতার ‘হেরিটেজ গয়না’র একমাত্র প্রতিষ্ঠান ‘শ্যাম সুন্দর জুয়েলার্স’। সংস্থার প্রতিষ্ঠাতা জি সি সাহা।
প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়েছে, কাঠের তল ব্যবহার করে তার উপর মিনে করা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নকশী কাঁথার মাঠ-এর কাহিনী।
প্রতিষ্ঠানটির আশা দেশে ও দেশের বাইরে এই গহনার যথেষ্ট চাহিদা দেখা দেবে।
কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, বেহালা, খোয়াই, ত্রিপুরার আগরতলা, মুম্বাই ও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জায়গায় তাদের শোরুম আছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৬, ২০১৫