ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
কলকাতা বইমেলায় ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা বইমেলায় অনুষ্ঠিত হলো বাংলা একাডেমি (ঢাকা) প্রকাশিত ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ নিয়ে বিশেষ আলোচনা সভা ও ওপার বাংলায় আনুষ্ঠানিক অভিজ্ঞান।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বইমেলার মুক্তমঞ্চে বাংলা ভাষার সবচেয়ে বড় ও বেশি শব্দ সমৃদ্ধ এ অভিধান সম্পর্কে কলকাতাবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

অভিধানটি এখন কলকাতার বাংলা একাডেমি থেকেও সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষক, প্রাবন্ধিক অধ্যাপক পবিত্র সরকার। বক্তব্য রাখেন অভিধানের প্রধান সম্পাদক ড. গোলাম মুরশিদ, শ্রী অশোক মুখোপাধ্যায় এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে ড. গোলাম মুরশিদ জানান, এটি বাংলা ভাষার বৃহত্তম অভিধান। এতে মোট একলাখ ২৫ হাজার শব্দের বিবর্তনমূলক তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। তিন হাজার একশো পাতার এ অভিধান বাংলা শব্দ ও অর্থের বিবর্তনের এক প্রামাণ্য দলিল।

তিন খণ্ডে ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’-এর মূল্য বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা। অভিধানে সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন ড. স্বরোচিষ সরকার। এছাড়া একজন সমন্বয়কসহ সংকলক হিসেবে কাজ করেছেন দশজন। ২০১৪ সালের একুশে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিধানটির মোড়ক উন্মোচন করেন।

এদিন মেলায় উপস্থিত হন বাংলাদেশের গবেষক মাকসুদ আলম। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব মোফাক্কুরুল ইকবাল মাকসুদ আলমকে বাংলাদেশ প্যাভিলিয়নটি ঘুরিয়ে দেখান।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।