ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় হাজির রাজনৈতিক দলও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
কলকাতা বইমেলায় হাজির রাজনৈতিক দলও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে নিজেদের প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করলো পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি।

প্রথম সারির সবকটি রাজনৈতিক দল তাদের প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিলো বইমেলায় আসা জন সমুদ্রকে।



সরাসরি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্টল দেওয়া না হলেও তাদের মুখপত্রগুলির তরফ থেকে একটি করে স্টল দেওয়া হয়েছিল।

এর মধ্যে সবথেকে বড় স্টলটি নির্মাণ করা হয়েছে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র তরফে। সেখানে প্রতিদিনই কখনওবা বাউল গান কখনওবা লোক সঙ্গীতের অনুষ্ঠান চলছে। অনেক সময় মেলায় হাজির হওয়া গায়করাও গান গেয়েছেন 'জাগো বাংলা'-এর স্টলে।

এই স্টলে ছিল এই বছর প্রকাশিত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আটটি বই সহ আগের প্রকাশিত সমস্ত বই। এছাড়াও ছিল “জাগো বাঙলা” পত্রিকা।

এই বছর বিজেপি-এর মুখপত্র ‘ভারতীয় জনবার্তা’-এর স্টলে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। মেলার প্রথম দিকে সেখানে বিজেপির তরফে সদস্য সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। যদিও বিজেপি সেই অভিযোগকে অস্বীকার করে।

প্রতিবারের মত এই বছরও মেলায় হাজির হয়েছে সিপিএম-এর মুখপত্র ‘গণশক্তি’। সেখানেও উৎসাহীদের ভিড় লক্ষ্য করা গেছে।

ভিড় দেখা গেছে জাতীয় কংগ্রেসের মুখপত্র ‘কংগ্রেস বার্তা’র স্টলেও। তবে কিছু মানুষের বক্তব্য বইমেলার সঙ্গে রাজনীতিকে যতটা কম জড়ানো যায় ততটাই পাঠক, লেখক এবং প্রকাশকদের জন্য মঙ্গল।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।