কলকাতা: কেন্দ্রীয় বাজেট উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছুটির দিনেও খোলা রাখা হয়েছে ভারতের শেয়ার বাজার।
সাধারণত শনি এবং রোববার বন্ধ থাকে ভারতের শেয়ার বাজার।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারী এবং সিকিউরিটি হাউজ গুলো। তাদের মতে এর ফলে বাজেট দেখে সিদ্ধান্ত নিতে পারবেন বিনিয়োগকারীরা।
বাজেট পেশের জন্য ছুটির দিনে শেয়ারবাজার খোলা রাখার ঘটনা ভারতে এই প্রথম।
এর আগে ২০০৫ সালে শেয়ারবাজার খোলা থাকা অবস্থায় বাজেট পেশের প্রথাকে বজায় রাখতে বাজেটের সময় এগিয়ে আনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫