ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিনেতা তাপস পালের বাড়িতে সিবিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
অভিনেতা তাপস পালের বাড়িতে সিবিআই তাপস পাল

কলকাতা : সারদা আর্থিক কেলেঙ্কারি মামালার তদন্ত করতে গিয়ে অপর বেআইনি অর্থলগ্নি সংস্থা 'রোজভ্যালি'-এর বিষয় তদন্ত শুরু করেছে সিবিআই।

এই তদন্তের জন্যই বুধবার (৪মার্চ) অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালের বাড়িতে হানা দিলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

তাপস পালের বাড়ি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে একইসঙ্গে ৪৩টি জায়গায় হানা দেয় সিবিআই। এর মধ্যে পশ্চিমবঙ্গে হানা দেওয়া হয়েছে মোট ২৭টি জায়গায়।

সূত্র জানায়, তাপস পাল বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বিনোদন বিভাগে যুক্ত ছিলেন। তিনি ওই সংস্থা থেকে কত টাকা পেয়েছেন সে সম্পর্কে তদন্ত করতেই তার বাড়িতে গেলো সিবিআই।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।