কলকাতা: বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তেগরিয়া পশ্চিমবঙ্গে ঢুকলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার (০১ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবীণ তেগরিয়া রাজ্যে ঢুকলে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারেন।
‘ঘর বাপসি’ নামে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আদিবাসী খ্রিস্টানদের ধর্মান্তরিত করার অভিযোগে প্রবীণ তেগরিয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এ ধরনের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে অতীতে প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিজেপি সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়া সরকারের সমালোচনা করেছেন।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিশ্ব হিন্দু পরিষদ সভাপতির বিরুদ্ধে জারি করা এ বিজ্ঞপ্তি আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করবে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫