ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিবিআই-এর ফোনে ক্ষুব্ধ মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
সিবিআই-এর ফোনে ক্ষুব্ধ মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার (০২ এপ্রিল) পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর কলকাতার তৃণমূল ভবনে ফোন করেন সিবিআই-এর এক কর্মকর্তা।

ফোন করে দলটির সাধারণ সম্পাদক সুব্রত বকসির সঙ্গে কথা বলতে চান তিনি।

ওই সময় দপ্তরে উপস্থিত ছিলেন না সুব্রত বকসি।

এই খবর পৌঁছে যায় উত্তরবঙ্গ সফররত তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর এ নিয়ে বেশ ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মমতা বলেছেন, এরপর সিবিআই-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সরাসরি যেন তার সঙ্গেই কথা বলতে বলা হয়।

‘চিঠি দিয়ে কোনো কিছু জানার থাকলে জানা উচিৎ ছিল সিবিআই-এর,’ বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।