ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার খাদ্য মেলায় ভিড় বাংলাদেশের স্টলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ৩, ২০১৫
কলকাতার খাদ্য মেলায় ভিড় বাংলাদেশের স্টলে

কলকাতা: ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’ এ আয়োজন করা হয়েছিল বিভিন্ন দেশের এক খাদ্য মেলা।
‘দেশে বিদেশে’ নামের এই মেলায় বাংলাদেশসহ নিজেদের দেশের বিভিন্ন খাবার নিয়ে হাজির ছিল ইতালি, ফ্রান্স, মালয়েশিয়া,জার্মানি, লেবানন, স্পেন, যুক্তরাষ্ট্র, কোরিয়া, জাপান এবং ভারত।



শনিবার (২ মে) এবং রোববার (৩ মে) এই মেলা হবার কথা থাকলেও কালবৈশাখির জন্য শনিবার মেলা জমে উঠতে পারেনি। তাই রোববার মেলায় উৎসাহীদের ভিড় লক্ষ করা যায়।

বিশেষ উৎসাহ ছিল বাংলাদেশের স্টলে। দুধ পুলি ঝিনুক পিঠা, পাখন পিঠাসহ আগ্রহ ছিল চটপটি, চিকেন সামোসা, চানা সন্দেশে।

মোরগ পোলাও, মটন বিরিয়ানির সঙ্গে চিকেন হালিম চেখে দেখতেও অনেকেই লাইন দিয়েছিলেন।

এছাড়াও অন্যান্য দেশের স্টলেও ভিড় লক্ষ্য করা যায়। ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’ এর তরফে জানানো হয় তাদের সদস্য এবং কলকাতার মানুষদের বিভিন্ন দেশের খাবারের সঙ্গে পরিচিত হবার সুযোগ করে দেবার জন্যই এই খাদ্য মেলা তারা প্রতি বছর করে থাকেন।

এই মেলায় বিভিন্ন দেশের খাদ্যের বিষয়ে কলকাতার খাদ্য রসিকদের যথেষ্ট  উৎসাহ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা,৩ মে , ২০১৫
কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।