ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আতশবাজি কারখানায় বিস্ফোরণ

এনআইএ তদন্তের দাবি বিজেপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৭, ২০১৫
এনআইএ তদন্তের দাবি বিজেপির

কলকাতা: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অঞ্চলে বুধবার (০৬ এপ্রিল) দিনগত গভীর রাতে আতশবাজি কারখানায় হওয়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে ভয়াবহতার তুলনা টেনে রাহুল সিনহা বলেন, এ ঘটনার তদন্ত এনআইএ’র হাতে তুলে দেওয়া উচিত।



তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধরনের বোমা তৈরির কারখানা আছে, সেগুলি খুঁজে বের করা দরকার।

এদিকে বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহে পুলিশের ফরেনসিক দল হাজির হয়েছে বলে জানা গেছে। নমুনা বিশ্লেষণ করে বোঝা যাবে, কারখানাটিতে কী ধরনের বিস্ফোরক ছিল।

বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার রঞ্জন মাইতিকে জেরা করছে পুলিশ। এছাড়া ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বুধবার রাতের বিস্ফোরণের ওই ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নারী, শিশুসহ আহত হয়েছেন সাতজন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৭, ২০১৫
ভিএস/জেডএস

** পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।