ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট গণনার দিন কলকাতা পুলিশের বিশেষ সতর্কতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১১, ২০১১
ভোট গণনার দিন কলকাতা পুলিশের বিশেষ সতর্কতা

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।

আগামী শুক্রবার ভোট গণনার দিন ও এর পরবর্তী সময়ে যে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে ও শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ বিশেষ সতর্ক থাকবে।



বুধবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামীম বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, গণনার দিন ১০০ টির বেশি পুলিশ পিকেট থাকবে, এইচআরএফএস থাকবে ১৪টি, আরএসএফ ২০টি এবং একটি অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হবে।

কলকাতার চারটি ভোট গণনা কেন্দ্রর প্রত্যেকটিতে একজন করে পুলিশের ডিসি থাকবেন বলেও জানান শামীম।

তিনি বলেন, ‘কলকাতায় এদিন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ’

ভোট গণনা কেন্দ্রে বিএসএফও থাকার কথাও নিশ্চিত করেন জাভেদ শামীম।

তিনি বলেন, ‘প্রতি কেন্দ্রে ২ সেকশন করে বিএসএফ থাকবে। ফল ঘোষণার পর শহরের নিরাপত্তায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও নিয়োজিত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।