ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বামফ্রন্টের সংবাদ সম্মেলন

মানুষ যে বিরোধীদের চায় আমরা বুঝতে পারিনি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৩, ২০১১
মানুষ যে বিরোধীদের চায় আমরা বুঝতে পারিনি

আলিমুদ্দিন স্ট্রিট (কলকাতা) থেকে: বিধানসভা নির্বাচনে পরাজয়ের কারণ এখনো অনুসন্ধান করেনি জানিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘এই ফল আমাদের কাছে অপ্রত্যাশিত। ’

শুক্রবার সন্ধ্যায় কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



বৃহস্পতিবারও বিমান বসু সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হচ্ছে’ ।  

একদিনের মধ্যেই চিত্র পুরোপুরি উল্টে যাওয়া প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘আমাদের বুঝতে ভুল হয়েছিল। ’  

তিনি বলেন, ‘মানুষ আমাদের বিরোধীদের পরিবর্তন চাই স্লোগান যে পছন্দ করেছে, তা আমরা বুঝতে পারিনি। ’

দলের হারের কারণ এখনও খতিয়ে দেখা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, ‘এর চুলচেরা বিশ্লেষণ ফ্রন্টের মধ্যে করা হবে। ’

তৃণমূল কংগ্রেস জোটের নতুন সরকারকে সহযোগিতার প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘নতুন সরকার জনস্বার্থবাহী কর্মসূচি গ্রহণ করলে বামফ্রন্ট তা সমর্থন করবে। ’

তিনি বলেন, ‘বামপন্থীরা সরকারে থাকলেও কাজ করে, না থাকলেও করে। বামপন্থীরা শুধু সরকারে থাকার জন্য নয়। ’

সংবাদ সম্মেলনে বামফ্রন্টের শরিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।