ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্তে অস্ত্রসহ মাদক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
সীমান্তে অস্ত্রসহ মাদক উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

রোববার (১২ জুলাই) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।



বিএসএফ জানায়, ১১ জুলাই শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের একটি দল নদীয়া জেলা পুলিশের সঙ্গে হুগোলবেড়িয়া অঞ্চলে বীরেন মণ্ডলের বাড়িতে অভিযান চালায়।

এসময় সেখান থেকে দুটি দেশীয় রিভালবার সহ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় গাঁজাও।

এ ঘটনায় বাড়ির মালিক বীরেন মণ্ডলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

সূত্র জানায়, চলতি বছরের এ পর্যন্ত দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ৩৬ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।