ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঞ্জাবে জঙ্গি হামলার পর নিরাপত্তার চাদরে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
পাঞ্জাবে জঙ্গি হামলার পর নিরাপত্তার চাদরে কলকাতা

কলকাতা: পাঞ্জাবে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কলকাতাসহ পশ্চিমবঙ্গে প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কলকাতার মেট্রো স্টেশনগুলিতে নেওয়া হয়েছে বিশেষ নিরপত্তা ব্যবস্থা।

রেল স্টেশনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সুরক্ষাকর্মী। প্রতিটি থানাকে করা হয়েছে সতর্ক।

কলকাতার বিভিন্ন শপিং মল, প্রেক্ষাগৃহ ও ভিড় হয় এমন জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি।

শিয়ালদাহ ও হাওড়া রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। নিরপত্তায় পুলিশ ডগ স্কোয়াড ব্যবহার করছে।

পাঞ্জাবে হামলার পর ভারতের অন্য রাজ্যেও হামলার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ ধরনের হামলা প্রচেষ্টার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।