ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃষ্টি ‍আশঙ্কা কাটিয়ে কলকাতায় আনন্দের ঈদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
বৃষ্টি ‍আশঙ্কা কাটিয়ে কলকাতায় আনন্দের ঈদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বৃষ্টির আগাম বার্তা থাকলেও ঈদের নামাজ আদায়ে বাধা হলো না বৃষ্টি। আকাশ ছিলো পরিষ্কার।

তাই কোনো সমস্যা হয়নি ঈদের নামাজ আদায়ে।

কলকাতার রেড রোডে ঈদের নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মানুষ। সকাল থেকেই যান চলাচল ছিলো বন্ধ।

টানা এক সপ্তাহ বৃষ্টিপাতের ফলে আশঙ্কা ছিলো ঈদের দিনও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রেও এমন পূর্বাভাস দেওয়া হয়।

রেড রোড ছাড়াও কলকাতায় মোট ৬০০টি যায়গায় নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে। ঈদকে ঘিরে কলকাতা পুলিশ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে গোটা শহর।

ঈদ উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শহরজুড়ে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করেই নতুন পোশাকে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। চলছে শুভেচ্ছা বিনিময়।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ঈদ উৎসবে প্রচুর মানুষের শামিল হওয়ার খবর আসছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।