ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৭ লাখ ছাত্রীকে সাইকেল দেওয়ার ঘোষণা মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
২৭ লাখ ছাত্রীকে সাইকেল দেওয়ার ঘোষণা মমতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের ২৭ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শুক্রবার (১৪ আগস্ট) ‘কন্যাশ্রী দিবস’ উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।



মুখমন্ত্রী বলেন, রাজ্যের ২৭ লাখ মেয়েকে ‘কন্যাশ্রী প্রকল্প’র আওতায় আনা হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হবে।

তিনি জানান, ইউনিসেফ এই প্রকল্পকে আগামী গার্ল সামিটে বিশেষভাবে উপস্থাপন করবে। প্রকল্পের আওতায় আঠারোত্তীর্ণ প্রত্যেক মেয়েকে ‘কন্যাশ্রী ভাতা’ দেওয়া হবে।

মমতা বন্দোপাধ্যায় বলেন, সরকারি বিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘কন্যাশ্রী প্রকল্প’র বিষয়টি রাখা হবে। এই প্রকল্প নিয়ে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ভিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।