ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজিবিকে বিএসএফ’র মিষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বিজিবিকে বিএসএফ’র মিষ্টি

কলকাতা: ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল সীমান্তে বিজিবিকে মিষ্টি দিয়েছে বিএসএফ।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষে দুই দেশের সীমান্তে অসংখ্য মানুষ জমায়েত হয়।



এদিন সকালে বিএসএফ’র পক্ষ থেকে যথাযোগ্য সম্মানের সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গাওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত।

বিএসএফ’র সঙ্গে অসংখ্য শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেন। এসময় শুভেচ্ছা বিনিময় করেন দুই বাহিনীর কর্মকর্তারা।

দুই দেশের সীমান্তে উপস্থিত হাজারো মানুষ একে অন্যের দিকে হাত নেড়ে অভিবাদন ও পাল্টা অভিবাদন  জানান।

কলকাতাসহ গোটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে ৬৯তম স্বাধীনতা দিবস।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।