ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মশা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
কলকাতায় মশা দিবস পালিত

কলকাতা: মশা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে কলকাতাবাসীর। মশা মারতে আগেই কলকাতা পুরসভা কামান ব্যবহার করেছে!

এছাড়া খালে-বিলে মশা নিধনে পুরসভার উদ্যোগে ছড়ানো হয়েছে রাসায়নিক দ্রব্য।

কিন্তু প্রতি বছরই বর্ষা ও এর পরে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় কলকাতাসহ আশেপাশের মানুষ।

এ কারণে কলকাতা পুরসভার পক্ষ থেকে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দিনটিকে ‘মশা দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০ আগস্ট বিজ্ঞানী রোনাল্ড রসের জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে গোটা সপ্তাহব্যাপী মশার লার্ভা নিধন যজ্ঞে নেমেছে কলকাতা পুরসভা।

এদিন বিভিন্ন জায়গায় মশাবাহিত বিভিন্ন রোগ ও কীভাবে মশা প্রতিরোধ করা যায় তার প্রচারের পাশাপাশি মশা প্রতিরোধ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে বলে পুরসভাসূত্র জানিয়েছে।

এছাড়াও পতঙ্গ বিশেষজ্ঞদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করেছে কলকাতা পুরসভা। তবে শুধু কলকাতা নয়, রাজ্যের আরও ১০টি পুরসভাকেও এ প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।