ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলা নিয়ে সাহিত্য উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
দুই বাংলা নিয়ে সাহিত্য উৎসব

কলকাতা: প্রথমবারের মতো কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘অ্যাপিজে বাংলা সাহিত্য উৎসব’। কলকাতায় তিনটি সাহিত্য উৎসব হলেও, শুধুমাত্র বাংলা সাহিত্যকেন্দ্রিক আন্তর্জাতিক সাহিত্য উৎসব এই প্রথম।



আগামী শনিবার (১০ অক্টোবর) কলকাতার অক্সফোর্ড পুস্তক বিপণিতে দিনব্যাপী এ উৎসব পালিত হবে।

উৎসবে উপস্থিত থাকবেন দুই বাংলার সাহিত্যিকরা। সাহিত্যিকরা ছাড়াও থাকবেন চিত্র পরিচালক, সঙ্গীত শিল্পী ও প্রকাশক।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে উপস্থিত থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেব সেন, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন, বাণী বসু প্রমুখ।

এছাড়া আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, নাট্যকার সুমন মুখোপাধ্যায়, গায়ক নচিকেতা, চলচ্চিত্র পরিচালক মৈনাক ভৌমিক, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, গায়ক কালিকা প্রসাদসহ দুই বাংলার সাহিত্যিক ও শিল্পীরা।

বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
ভিএস/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।