ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মেট্রো রেলে আগুনের ফুলকি, যানজটে নাকাল কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
মেট্রো রেলে আগুনের ফুলকি, যানজটে নাকাল কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রেললাইনে আগুনের ফুলকি দেখা যাওয়ায় মেট্রো রেল চলাচল বন্ধ করার কারণে তীব্র যানজটে নাকাল কলকাতার অফিসগামী যাত্রীরা।

বুধবার (৭ অক্টোবর) কলকাতার পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রো রেললাইনে আগুনের ফুলকি দেখা যায়।

এর ফলে দুই ঘণ্টা বন্ধ থাকে মেট্রো রেল চলাচল।

রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নগরবাসী। মেট্রো স্টেশনগুলো থেকে তাদের বাইরে বের করে দেওয়া হয়। রেল বন্ধ হওয়ায় অন্য যানবাহনের চাপে তীব্র যানজটের কবলে পড়ে গোটা দক্ষিণ কলকাতায়।

কয়েক ঘণ্টার মধ্যে মেট্রো রেল চলাচল আংশিক শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় সময় সকাল দশটায় কলকাতার দক্ষিণ অংশে ব্যাপক যানজট দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।