কলকাতা: দুই বাংলার কবি-সাহিত্যিকদের নিয়ে কলকাতায় চলছে ‘অ্যাপিজে বাংলা সাহিত্য উৎসব’। দুই বাংলার সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এ উৎসবে।
শনিবার (১০ অক্টোবর) গোটা দিন ধরে এ উৎসব কলকাতার অক্সফোর্ড পুস্তক বিপণিতে চলবে। প্রদীপ প্রজ্বলিত করে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে উপস্থিত হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলনসহ দুই বাংলার অনেক তরুণ লেখক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ।
আলোচনায় অংশ নেবেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, নাট্যকার সুমন মুখোপাধ্যায়, গায়ক নচিকেতা, চিত্রপরিচালক মৈনাক ভৌমিক, গায়ক সুরোজিৎ চট্টোপাধ্যায়, চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, গায়ক কালিকা প্রসাদসহ দুই বাংলার সাহিত্যিক ও শিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ভিএস/এএ