ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আব্বাসউদ্দিন স্মরণ সন্ধ্যায় বাউলিয়া কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
আব্বাসউদ্দিন স্মরণ সন্ধ্যায় বাউলিয়া কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সঙ্গীতশিল্পী আব্বাসউদ্দিন-এর জন্মদিন উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন প্রাঙ্গণে দ্বিতীয় দিন সন্ধ্যায় জমে ওঠে ‘ আব্বাসউদ্দিন স্মরণ সন্ধ্যা’।

লোকগীতির সুরে বাউল সঙ্গীতের তালে কলকাতার লোক সঙ্গীত প্রিয় মানুষদের হৃদয়ে তুফান তুলেছে এই অনুষ্ঠান।



অনুষ্ঠানে বাউল গানে সুর তোলেন পশ্চিমবঙ্গের জেলা নদীয়ার মা ও মেয়ে। মা ইলা বাউলের সাথে যোগ্য উত্তরসূরীর মতো সঙ্গত করেন কন্যা আয়ূসী বাউল।

সঙ্গীত পরিবেশন করেন কোচবিহার জেলার লোকসঙ্গীত শিল্পী পারভিন সুলতানা এবং বাংলাদেশের কুড়িগ্রামের শিল্পী ভূপতি ভূষণ বর্মা। বাউলের সুরে, লোক সঙ্গীতের দোলায় গোটা অনুষ্ঠান ছিল উন্মাদনায় ভরপুর।

শুক্রবার(৩০ অক্টোবর) তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন হয়। উপ হাই কমিশনার জকি আহাদ বলেন, আব্বাসউদ্দিন সঙ্গীতের মাধ্যমে দুই বাঙলার মধ্যে মিলনের সেতু তৈরি করেছিলেন। অনুষ্ঠান চলবে ১লা নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ০১,২০১৫
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।