ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ল্যাব পরীক্ষায় আটকে গেলো মিনারেল ওয়াটার ‘বিসলেরি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ভারতে ল্যাব পরীক্ষায় আটকে গেলো মিনারেল ওয়াটার ‘বিসলেরি’

কলকাতা: আগামী ডিসেম্বর মাস থেকে বাংলাদেশের বাজারেও বিক্রি হবার কথা মিনারেল ওয়াটার ‘বিসলেরি’। ঠিক তার কয়েক দিন আগে গুণগত মানের পরীক্ষায় আটকে গেলো ভারতের অন্যতম জনপ্রিয় এ বোতলজাত পানি।



লখ্নৌয়ের পরীক্ষাগারে প্রাথমিক পরীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এ বোতলজাত পানিতে এমন কিছু উপাদান পাওয়া গেছে, যা পানের পক্ষে উপযুক্ত নয়।

সরকারি সূত্রে জানা গেছে, ৩০ দিনের মধ্যে ‘বিসলেরি’ কোম্পানিকে এ সংক্রান্ত নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের একটি দোকানে অভিযান চালায় সেখানকার খাদ্য দফতরের কর্মীরা। অভিযানে উদ্ধারকৃত পানির বোতলগুলো পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছেছে খাদ্য দফতর।

সাম্প্রতিক সময়ে ভারতে ‘ম্যাগি নুডুলস’ নিয়ে বিতর্ক তুঙ্গে। যদিও মাত্র দুই দিন হলো নতুন করে ভারতের বাজারে আবারও ম্যাগি বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে বোতলজাত পানি নিয়ে এ বিতর্ক বেশ আলোড়ন তুলেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।