ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাটনা থেকে শিলিগুড়ির পথে: গঙ্গার তীরে পূর্বের পাটনা লনই বর্তমানের ঐতিহাসিক গান্ধী ময়দান। এ ময়দানের ইতিহাস ভারতের মুক্তি সংগ্রামের, বিপ্লবের।

চাম্পারন আন্দোলন ও ১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলনের জন্যই এটি বেশি বিখ্যাত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঁচি থেকে যাত্রা করে ৩৩৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহারের রাজধানী পাটনায় পৌঁছায় বিবিআইএন মোটর ৠালি। হোটেলে রুম নিয়ে গুছিয়ে উঠতে রাত সাড়ে নয়টা বাজে ৮০ সদস্যের দলের।

হোটেল পারসিনের সামনেই গান্ধী ময়দান। ১২ ঘণ্টার ভ্রমণের ক্লান্তিকে পাত্তা না দিয়ে সফরসঙ্গী জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে রওয়ানা হলাম গান্ধী ময়দান চক্কর মারতে। ১০ নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের দু’পাশেই প্রায় ১০ একরের ময়দান। সব মিলিয়ে ২০ একরের মতো হবে ময়দানটি।

প্রায় ২০ মিনিট ধরে হেঁটে ময়দানের অপর প্রান্তে গান্ধীর ভাস্কর্যে গেলাম। উ‍ঁচু ভাস্কর্যের কাছে গিয়ে ছবি তোলার সমস্যা হয়। আবার রাতের আঁধারে দূরে গিয়ে ছবি তোলাও সম্ভব না। তারপরও আমাদের চেষ্টা চলতে থাকলো। এটা ব্রোঞ্জের নির্মিত ৭০ ফুট উঁচু ভাস্কর্য। ২০১৩ সালে নিতীশ কুমার এটি উদ্বোধন করেন।

গান্ধীর ভাস্কর্যটি একটি বর্গাকৃতির বড় স্তম্ভের উপর দাঁড়ানো। স্তম্ভের চার পাশে গান্ধীর চারটি ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি খোদাই করে বসানো রয়েছে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, অনুর্গ নারায়ণ সিনহা, সর্দার পাটেল, মৌলনা আজাদ, জওহর লাল নেহেরুসহ অনেকেই এখান থেকে তাদের মার্চ শুরু করেছিলেন।

এখান থেকেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এসব ব্যক্তিদের বিখ্যাত সব বক্তৃতাও রচিত হয়েছে এখানে। একটা কথা প্রচলিত রয়েছে, ভারতে বড় নেতা হতে হলে এ ময়দানে আসতেই হবে।

ময়দানের দক্ষিণপ্রান্তে গান্ধী সংগ্রহশালা। সেখানে গান্ধীর স্মৃতি বিজড়িত অনেক কিছুই রয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে গান্ধীর ভাস্কর্য যেমন উদ্বোধন হয়, তেমনি বোমা বিস্ফোরণের জন্যেও স্মরণ হয়ে থাকবে। ওই বছরের অক্টোবরের ২৭ তারিখে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভার জন্য ময়দানে পৌছানোর আগমুহূর্তে ৬টি সিরিয়াল বোমার বিস্ফোরণ হয়। এতে ৮ জনের মৃত্যু হয় এবং ৬৬ জন আহত হয়।

এছাড়াও ২০১৪ সালের ৩ অক্টোবর দাস্বেরা উৎসবে যোগ দিতে এসে পদপৃষ্ট হয়ে মারা যান ৩৬ জন।

বুধবারও (১৮ নভেম্বর) এখানে রয়েছে জনসভা। বাঁশ দিয়ে খুঁটি, বেড়া দেওয়া চলছে। ধুলা যেন না ওড়ে সেজন্য এখন থেকেই পানি ছিঁটানো হচ্ছে। মাঠে পিচ দেখে বোঝা যায়, সকাল-বিকেল এখানে ক্রিকেটে মত্ত থাকে ছেলেপেলে।

বের হওয়ার সময় দেখা গেলা ময়দানের গেটে তালা। পুলিশকে অনুরোধের পর গেট খুলে দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমএন/এএ

** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।